স্টাফ রিপোর্টারঃ
গ্যাস সংকটে যখন বিপর্যস্ত শিল্প কারখানার উৎপাদন তখন পুরনো ঐতিহ্যে ঘুরে দাঁড়ানোর অগ্রযাত্রায় মানিকগঞ্জের বুকে প্রতিষ্ঠিত মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে সোলার পাওয়ার প্লান্ট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বছরের জন্য মুন্নু ফেব্র্রিক্সে পাওয়ার সাপ্লাই দেবে বি-ট্র্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে বি-ট্র্যাকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মুন্নু ফেব্র্রিক্স লিমিটেড। মুন্নু ফেব্র্রিক্সের পক্ষে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম এবং বাংলা ট্র্যাক গ্রুপের পক্ষে কোম্পানির গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম, এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্নু ফেব্র্রিক্সের পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম এবং বাংলা ট্র্যাক গ্রুপের সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম। শিল্প বিপ্লবের অগ্রদূত, সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর হাতে গড়া সনামধন্য প্রতিষ্ঠানের উন্নয়নের অগ্রযাত্রায় মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতার সফল দিকনির্দেশনায় তার মেজো ছেলে মুন্নু ফেব্র্রিক্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম পুরনো ঐতিহ্যে ঘুরে দাঁড়ানোর অগ্রযাত্রায় আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ভূমিকা রাখছেন