মো: মহিদ:
বহুল প্রত্যাশিত, কোটি মানুষের কাঙ্ক্ষিত, স্বাধীনতার ৫০ বছরে দেশের সবচেয়ে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে বাংলাদেশের গর্বের অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খানের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খাঁন চৌধুরী, র্যাব-৪ এর লেফটেন্যান্ট কোম্পানি কোমান্ডার মো. আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও মেয়র মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ আরো অনেকেই। আলোচনাসভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্ব। কারণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করতে পেরেছি। বিশ্বকে আমরা আমাদের সক্ষমতার কথা জানিয়ে দিলাম। আমরা পিছিয়ে নেই, আমরাও এগিয়ে যাচ্ছি।