আমার নিউজ ডেক্স,
দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুন) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৩৮১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪ কোম্পানির। দরপতন হয়েছে ২৩০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।ডিএসইতে মোট ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকা।এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৩৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে ২৮১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।