দৌলতপুর(মানিকগঞ্জ) :প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলায় সমেতপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রি করায় ড্রেজার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ২৭শে জুন সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর গ্রামে ১টি মাটি কাটার ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) মো:রবিন মিয়া । অভিযানে অংশ নেয় পুলিশ,আনসার,গ্রাম পুলিশ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।
এবিষয়ে নাম প্রকাশ করতে ইনিচ্ছুক এ ব্যাক্তি বলেন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা অবৈধভাবে ড্রেজার চালিয়ে কৃষি জমি নষ্ট করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে।
তাই ড্রেজার বন্ধ হওয়া অত্যান্ত প্রয়োজন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রবিন মিয়া বলেন, সেখানে অবৈধ ড্রেজার চলবে সেখানেই অভিযান চলবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন- অসাধু ব্যবসায়ী অবৈধ পন্থায় ড্রেজার বসিয়ে মাটি কাটার ব্যবসা পরিচালিত করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ডেজার ২টি মেশিন,প্রায় ৩হাজার ফিড পাইপ ধ্বংস করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিক পালিয়ে যায়।