মানিকগঞ্জ সদরে বাস ও ট্রাকের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই চালকও। ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তরা সেতু এলাকায় মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ২৮ বছরের আশিক গাজীর বাড়ি রাজবাড়ী সদরের ভ্রাম্যণদিয়া এলাকায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্রাকের সঙ্গে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের যাত্রী আশিক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। ওসি আব্দুর রউফ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরাও সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।