শাম-মীম-জোপা বৃষ্টি ঃ
ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেহেদী উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন- দিশারী’র সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা বস্তি সংলগ্ন দিশারী পরিচালিত প্রি-প্রাইমারী স্কুল প্রাঙ্গনে আয়োজিত এ্ মেহেদী উৎসবে ওই স্কুলের ৫৪জন শিক্ষার্থীদের হাতে মেহেদী এঁকে দেন সংগঠনটির ভলান্টিয়ার ছেলে-মেয়েরা।
এরআগে, এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিশারী’র উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেরা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস। দিশারী’র সভাপতি হাসান শিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী জুঁই‘র পরিচালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিশারী’র উপদেষ্টা ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আতোয়ার হোসেন, জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টিচার্স ড্রীম’র এডমিন এস এম রাব্বি, দিশারী’র সাধারণ সম্পাদক আবুল হাসানাত, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, সহ সম্পাদক শাম- মীম- জোপা বৃষ্টি সহ অন্যান্যরা।
মেহেদী উৎসবে আগত শিশুরা তাদের হাতে মেহেদী লাগিয়ে দেওয়ায় খুবই খুমী হয়েছে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তায়েবা আক্তার বলে, ‘আমাগো ম্যাডাম আমার হাতের মেহেদী লাগাই দিছে। খুব সুন্দর হইছে। মেহেদী দিওনের আগে অনেক কিছু খাইবার দিছে। আমার সাথে আমার মায়ও আইছে।’
কথা হলো তায়েবার মার সাথে। তিনিও খুব খুশী। তিনি বলেন, ‘আমরা কোনদিন মেয়েটার হাতে মেহেদী দিবার পারি নাই। এই স্কুলের ছেল-মেয়েরা আমার মেয়ের মতো অনেক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী লাগাইয়া দিছে। গেছে বছরের ঈদেও লাগাইয়া দিছিলো। আল্লাহ ওগো আরও বড় করুক।’
দিশারী’র যুগ্ম-সম্পাদক স্বপন মিয়া ও সহকারী সম্পাদক শাম-মীম-জোপা বৃষ্টিসহ সংগঠনটির কিশোরেরা এই মেহেদী উৎসবের আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেছে। তারা বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিতে পেরে তারাও খুব খুশী।
উল্লেখ্য, ২০১৭ সালে জেলা শহরের বেউথা বস্তি সংলগ্ন এলাকায় দিশারী স্কুলটি প্রতিষ্ঠা করে বিভিন্ন বিদ্যালয় পড়ুয়া কিছু শিশু। বিদ্যালয়টির সদস্যরা বিনা বেতনে ওই এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পাঠদান করে আসছেন। এছাড়া, তাদের নিজেরদের খরচের টাকা বাঁচিয়ে শিশুদের বই-খাতা-কলম বিতিরণ করে থাকেন। সংগঠনটি বিভিন্ন ধরণের সচেতনতামূলক কর্মসূচী পাণ করে আসছে।