স্টাফ রিপোটার:
ঈদযাত্রায় সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের চাপ ছিল বেশি। ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। তবে যানবাহনের চাপ থাকলেও যাত্রীদের দুর্ভোগ নেই। যাত্রীরা জানান, ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় আজ সকাল থেকে যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুন। গতরাতে মহাসড়কে যানজট থাকায় সকালে গাড়ির চাপ ছিল অনেক বেশি। প্রচুর যাত্রী লোকাল বাসে ঘাটে আসছে আর লঞ্চ আর ফেরিতে পার হচ্ছেন। আজ শুক্রবার সকালে ঘাট এলাকা ঘুরে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া পুলিশ কন্ট্রোল রুম এলাকা থেকে আরসিএল মোড় পার হয়ে চরের ডাঙা এলাকা পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ছিল গাড়ি। তবে দশটার পর থেকে কোনো গাড়ি অপেক্ষায় থাকতে দেখা যায়নি। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, গতরাতে যাত্রী পারাপার করায় সকালে বড় গাড়ির চাপ বেড়েছে। দেড়শর মতো বড় গাড়ি সড়কে ছিল। তবে সাড়ে নয়টার দিকে সব স্বাভাবিক হয়ে গেছে। আজ ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ৫ নম্বর ফেরিঘাট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট শিবলু জানান, গাড়ির চাপ নেই। সকাল আটটার দিকে একশোর মতো ছোট গাড়ি ঘাট এলাকায় থাকলেও আধা ঘণ্টা পর থেকে ঘাটে আর কোনো ছোট গাড়ি অপেক্ষায় নেই। সাতক্ষীরা শ্যামনগরগামী জয় পরিবহনের যাত্রী জামাল হোসেন জানান, মহাসড়কে যানজট বেশি। গতকাল সন্ধ্যা ৭টায় গাজীপুর থেকে বের হয়ে সকাল ১১ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে আসছি। ১ ঘণ্টা ধরে ঘাটে বসে আছি, এখনো ফেরিতে উঠতে পারিনি। চুয়াডাঙ্গাগামী মামনি পরিবহনের যাত্রী মিরাজুল জানান, গতকাল রাত ১১টার দিকে গাড়ি ছাড়ার কথা থাকলে দিবাগত রাত ১টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গাড়ি ছাড়ে। ৬ ঘন্টায় ঘাটে আসলেও ঘাটে দেড় ঘন্টা ধরে বসে আছি। জয় পরিবহনের ড্রাইভার তৌহিদ মিয়া জানান, সাভার আশুলিয়ার মহাসড়কে ব্যাপক যানজট। ঘাটেও দেড় ঘণ্টা ধরে বসে আছি |