মোঃ সাইফুল ইসলাম
শিবালয় উপজেলার সাহেলী গ্রাম হতে একটি বুদ্ধি প্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে। শিশুটির বয়স ১০ বছর। শিশুটির নাম আলী আকবর। গত ২৩ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে প্রতিদিনের ন্যায় শিশুটি বাড়ী হতে বের হয়। কিন্তু সময় মত বাড়ী না ফিরলে, ছেলেটির বাবা সহ আত্বীয় স্বজন খোজাখুজি করে কোথাও না পেয়ে, গত ২৬ নভেম্বর শিশুটির পিতা মোঃ নিজাম, শিবালয় থানায় একটি সাধারণ ডায়রী করে। ছেলেটির গায়ের রং শ্যামলা, লম্বা আনুমানিক ৪ ফুট, গোলাগাল মুখমন্ডলের অধিকারী। তার পরনে ছিল লাল, সাদা, নীল ও হলুদ রং এর ডিজাইন করা জামা ও হাফ প্যান্ট। কেউ শিশুটির সন্ধান পেলে ০১৭৬০৩৮৯৫২৪ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য শিশুটির পিতা অনুরোধ করেছেন।