1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

হরিরামপুরে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

অভি হাসানঃ

মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা অভিযোগ

জেলার হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়রা গ্রামের মৃত কোরবান আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৮) প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।

শুক্রবার (১৫ জুলাই) দিবাগত ১টার দিকে ঘটনাটি ঘটে।

মৃত সুমাইয়ার বোন সালমা আক্তার বলেন, মানিকগঞ্জ সদর থানার বাগিয়া (বালিরটেক) গ্রামের কেসমত আলীর ছেলে মোঃ সুমন হোসেন (২২) এর সাথে দীর্ঘদিন ধরে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে উভয় পক্ষই সুমাইয়া এবং সুমনের বিবাহ দেবেন বলে সম্মতও ছিলেন। বর কনে পক্ষের মধ্যে কয়েক দফা বিয়ের আলোচনাও হয়েছে এবং উভয় পক্ষই সম্মত হয় যে ঈদুল আজহার দুই দিন পরে বিয়ে হবে। কিন্তু ছেলের বাবা মো: কেসমত আলী দুই লক্ষ টাকা দাবি করেন অথবা সুমনকে আগামী এক বছরের মধ্যে বিদেশে পাঠাতে হবে বলে শর্ত আরোপ করেন। সুমন হোসেন গত ১৪ জুলাই সন্ধ্যায় সুমাইয়াদের বাড়িতে এসে সুমাইয়া ও তার ভাই-বোনদের সঙ্গে কথা বলেন এবং সুমন তার বাবার শর্ত পুনর্ব্যক্ত করেন। এরপর (১৫ জুলাই) রাত ১টার দিকে মোঃ সুমন হোসেন সুমাইয়ার বোন সালমা আক্তার (২৬) এর মোবাইল ফোনে, ফোন করে জানায় যে সুমাইয়া গলায় ফাঁস নিয়েছেন।

সালমা বলেন, সুমাইয়ার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করি এবং বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসে। সুমাইয়াকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মৃত্যুর সময় সুমাইয়ার কানে হেডফোন ছিল এবং সুমাইয়ার মোবাইল ফোন সুমাইয়ার পায়ের কাছেই ছিল। সুমাইয়া সুমনকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম মুঠোফোনে জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা চলমান। লাশটিকে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury