1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জের জাগীরে ফুটবল খেলা দেখতে এসে বজ্রপাত ১৮ দর্শক আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে

অভি হাসানঃ
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতের ১৮জন দর্শক আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকে  বজ্রপাতের এদূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংখ্যাজনক।
মানিকগঞ্জ সদরে জেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ব্রাদার মো.ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আশংখ্যাজনকদের নাম জানাতে পারেনি দায়িত্বরত ব্রাদার।
তিনি জানান, বজ্রপাতের আহত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এদের মধ্যে দুইজনের অবস্থা আশংখ্যাজনক হওয়ায় ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বজ্রপাতের আহত রমজান আলী কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন  বলেন, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেনের পিতা ইউসুফ আলীর নামে গোল্ডকাপ টুর্নামেন্টর নক আউট পর্বের খেলা ছিল। খেলা দেখার মাঠের পাশে আসতেই বজ্রপাত হয় এবং বজ্রপাতের আহত হয়। পরে মাঠের বেশ কিছু দর্শক এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury