1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রাম সার কারখানার উৎপাদন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় দুই কোটি টাকার লোকসান গুণতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন এই কারখানায় সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এর আগে  যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হলেও মাত্র ২দিন চালু থাকার পর গ্যাসের অভাবে আবারও বন্ধ হয়ে যায় কারখানাটি বলে  জানিয়েছে কর্তৃপক্ষ।

সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কারখানায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদন বন্ধ থাকার কারণে কারখানাটিকে দৈনিক প্রায় দুই কোটি টাকা লোকসান গুণতে হবে। স্বাভাবিক গ্যাস  সরবরাহ পাওয়া গেলে কারখানার উৎপাদন আবারও শুরু হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury