এস এম আকরাম হোসেন :
বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট প্রজেক্টের উদ্যোগে মানিকগঞ্জ সদর থানাধীন বাঘিয়া গ্রামে প্রস্তাবিত মাদকাসক্ত পুনর্বাসন প্রকল্পের জন্য স্থান পরিদর্শন ও জমি ক্রয় সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (ফিন্যান্স) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার্স এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট প্রজেক্ট) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলমগীর কবীর পিপিএম-সেবা। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: হাফিজুর রহমান এর সঞ্চালনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, জমিদাতা জলিল সহ অন্যান্যরা।
মতবিনিময় শেষে প্রস্তাবিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের জন্য চিহ্নিত জায়গা ঘুরে দেখেন প্রধান অতিথি। এসময় সেখানে মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ডিআইজি মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা হয়ে গেলে আগামী এক বছরের মধ্যে ৬শ শয্যার মাদক নিরাময় কেন্দ্র নির্মানের ঘোষনা দেন। আশে পাশের আরো জায়গা ক্রয় করে খুব শিগগিই এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।