স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে অবসরে যাওয়া দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদানসহ সুসজ্জিত গাড়িতে নিজ নিজ বাড়ী পৌঁছে দেয় হরিরামপুর থানা পুলিশ।
২ আগষ্ট ২০২২ (মঙ্গলবার) বিকাল ৪ঃ৩০ মিনিটে অবসরপ্রাপ্ত দুজন পুলিশ কনস্টেবল মোঃ আকবর আলী ও কনস্টেবল জয়নাল আবেদীনকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, হরিরামপুর থানার পূর্ব সাকুচিয়া গ্রামের মোঃ আকবর আলী ও টাঙ্গাইলের নাগরপুর থানার আকুটিয়া গ্রামের জয়নাল আবেদীন ১৯৮৪ সালে কনষ্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
দীর্ঘদিনের কর্মজীবনের সমাপ্তি ঘটিয়ে মোঃ আকবর আলী (৬০) ও জয়নাল আবেদিন (৬০) সততা ও নিষ্ঠার সাথে চাকরি জীবন শেষ করে বাড়ি ফিরে যাওয়ার সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য সর্বশেষ কর্মস্থল হরিরামপুর থানার পক্ষ থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিরামপুর থানার এস আই মোঃ জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম। অনুষ্ঠানে কর্মজীবনের স্মৃতিচারন করে বক্তব্য প্রদান করেন, এসআই মোঃ বাছির, এসআই আব্দুস সালাম ও এএসআই মোঃ শহিদুর রহমান।
কর্মজীবন শেষ বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন মোঃ আকবর ও জয়নাল আবেদীন। এমন সুন্দর আয়োজনের জন্য হরিরামপুর থানা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, ‘চাকরি হতে অবসরে যাওয়ার শেষ দিনটাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি পর্যন্ত আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে যাওয়া অবশ্যই প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। চাকরি জীবনে তো কত সহকর্মীকেই অবসরে যেতে দেখেছি। কিন্তু তাদের অধিকাংশকেই নীরবে চলে যেতে হয়েছে। এ ক্ষেত্রে আমরা নিশ্চয় অনেক সৌভাগ্যবান।’
এসময় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর থাবার পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম ও হরিরামপুর থানায় কর্মরত সকল পুলিশ সদস্য।
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম জানান, অবসরপ্রাপ্ত দুজন পুলিশ সদস্যের আগামীর দিনগুলোর সার্বিক মঙ্গল কামনাসহ তাদের নেকহায়াত কামনা করি। সেই সাথে প্রতিটি পুলিশ সদস্য যেন সুনামের সাথে কাজ করে সম্মানজনক বিদায় নিতে পারেন।”