এস এম আকরাম হোসেন ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজ (শুক্রবার) মানিকগঞ্জে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুন্নাহার নাসরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যুবায়ের, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, ‘গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের থেকে নিঃসরিত ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এজন্য বেশী বেশী গাছ লাগানো দরকার। এব্যাপারে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।’
এদিকে, শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে শহীদ স্মৃতি পাদদেশে ফুল দিয়েছেন জেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠান।