মোহসীন মোহাম্মদ মাতৃকঃ
আজ পবিত্র আশুরা। নানা ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শিয়া মুসল্লিরা এদিনটিকে পালন করেন। শহরের বিভিন্ন স্থান ও সড়কে অনেক লোকজনের জমায়েত হয় এদিনটিতে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এবং আইন শৃঙখলা সঠিক ভাবে পালনের জন্য তাগিদ দিচ্ছেন মানিকগঞ্জ জেলা পুলিশ।
আজ ০৯/০৮/২০২২ তারিখ পবিত্র মহরম উপলক্ষে মানিকগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের মাঝে ব্রিফিং প্রদান করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়। এসময় সেখানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।