মোঃ সাইফুল ইসলামঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিক্সা চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
ঘিওর উপজেলার বরঙ্গাইল-ঘিওর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের শ্রীধর-নগর মাদ্রাসার মোড় নামক স্থানে শুক্রবার বেলা ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘিওর পঞ্চরাস্তা মোড়ের মৃত ফুলচানের ছেলে মোঃ ইকবাল হোসেন ( ৫০ ) ও শ্রীধর নগর গ্রামের রিজু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীরা তাদেরকে ঘিওর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ইকবালকে মৃত ঘোষণা করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীধর নগর মাদ্রাসার মোড় নামক স্থানে দৌলতপুর থেকে আসা মিনি ট্রাক দুই পথচারীকে ধাক্কা মারে। এতে ঘিওর পঞ্চরাস্তা মোড়ের মৃত ফুলচানের ছেলে মোঃ ইকবাল হোসেন ( ৫০ ) ও শ্রীধর নগর গ্রামের রিজু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) নামে দুই পথচারী মারাত্মক ভাবে আহত হয়। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিনি ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এ বিষয়ে ঘিওর থানায় মামলা করা হয়েছে এবং তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে । লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ( শিবালয় সার্কেল ) অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী ।