দিপক সূত্রধর, সদর প্রতিনিধিঃ
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে তার প্রভাব পড়েছে খাদ্যের অভাব দেখা দিয়েছে সারা বিশ্বে জ্বালানির অভাব দেখা দিয়েছে, পাশের দেশে শ্রীলঙ্কায় সবকিছু বন্ধ হয়ে আছে, বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, খাদ্য নেই,সার নেই আমেরিকা ও ইউরোপীয় এর প্রভাব পড়েছে,আমেরিকায় রেশনিং ব্যবস্থা চালু করেছে।
আজ শুক্রবার ১২ আগস্ট বিকেলে গড়পাড়ার শুভ্র সেন্টারে মানিকগঞ্জে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এম.পি প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরো বলেন,যখন ঝড় হয় প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি বাড়িতেই লাগে, বন্যার পানি আসলে প্রতিটি বাড়িতেই বন্যার পানি আসে। ঝড় বন্যা বেছে বেছে আসে না।কাজেই যুদ্ধের কারনে অনেক জিনিসের উপর প্রভাব পড়ছে।
এসময় জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ-শতাধিক মানুষের মাঝে ৫কেজি চাল,১ কেজি ডাল,চিনি ১ কেজি,লবণ ১ কেজি খাদ্য সামগ্রী বিতরণ সহ কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সহ শাড়ি/লুঙ্গি বিতরণ ও প্রায় ১২ শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে- শাহওয়াজ,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো রমজান আলী,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো ইসরাফিল হোসেন, সাধারন সম্পাদক ও গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডঃ আবু বকর সিদ্দিক খান তুষার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।