মো: মহিদ:
মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ১৫ (আগস্ট) জাতীয় পার্টি জেলা কার্যালয়ে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সাঈদ, সহ-সভাপতি নোয়াব আলী, ইয়াহিয়া চৌধুরী, পৌর সভাপতি সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মানিক,মোশারফ হোসেন মজনু বিস্বাস, সহ:সাধারণ সম্পাদক তাইনুর রহমান খান,পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক এম আর আমছার, শ্রমিক পাটির সভাপতি মশিকুর রহমান খান শাহীন, জাতীয় যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম চুন্নু, পৌর সভার জাতীয় পার্টির গোলা আজম, মিজানুর রহমান, মুকুল মিয়া, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরেন।