মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের সকল শহিদদের স্মরণে এবং জাতীয় শোকদিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে কাটাখালী এলাকায় এই কর্মসূচীর আয়োজন করে যৌথভাবে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন।
ওয়ার্ড আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা এবং দাশড়া পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সামিউল আলীম রনির পরিচালনায় অনুষ্ঠিত এই শোকসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বশির রেজা,জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌরসভার কাউন্সিলর রাজিয়া সুলতানা, জেলা যুবলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান মতিন, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। তিনি দেশকে স্বাধীন করেছেন। এনে দিয়েছেন একটি লাল সবুজের পতাকা। দেশকে এনে দিয়েছেন সম্মান আর মর্যাদা। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন এই দেশকে তিনি সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন। কিন্তু, একাত্তরের পরাজিত শত্রুরা মহান নেতা শেখ মুজিবসহ তাঁর সাথে থাকা পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছেন। সেই সময় দেশের বাইরে থাকায়, সৌভাগ্যক্রমে বেঁচে রয়েছেন জাতির জনকের কণ্যা, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা। জাতির পিতা আজ আমাদের মাঝে নেই। আমাদের মাঝে রয়েছেন জাতির পিতার যোগ্যকণ্যা, বাংলার প্রধানমন্ত্রী, বিশ্বনন্দিত নেত্রী শেখ হাসিনা। যোগ্য নেতার যোগ্য কণ্যা, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে চলার এই বাংলাদেশে কোন রাজাকারের ঠাই হবে না। দেশকে সোনার বাংলা করতে হলে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে এবং সরকার গঠন করতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে। আগামী নির্বাচনে জয়ী করতে হলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। দেশের উন্নয়নের কথা জনগনকে বলতে হবে। বিরোধীদের প্রপাকান্ডার জবাব দিতে হবে।