এস এম আকরাম হোসেন:
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: মাসুদুর রহমান। তার বাড়ি মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায়।
গত ৬ আগস্ট ২০২২ তারিখে বাংলাদেশ মাঠ প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি ঢাকা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির আহবানে ঢাকা ডিসি অফিসের রিক্রিয়েশন ক্লাবে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য উক্ত সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মো: মাসুদুর রহমান বলেন. আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সৎ ও নিষ্ঠার সাথে যেন পালন করতে পারি। যথাযথভাবে দায়িত্ব পালনে সংগঠনের সদস্য সহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।