স্টাফ রিপোর্টার:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত কয়েক দশক ধরে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিভিন্ন শিক্ষণ কৌশল, শিক্ষার সর্বোত্তম অনুশীলন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষাবান্ধব পরিবেশে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদানের বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার সর্বোত্তম কৌশল গুলো আদান প্রদানের জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সাথে সংযুক্ত ব্যক্তিবর্গের সাথে সবসময়ই একটি সুসম্পর্ক এবং নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করে।
এরই ধারাবাহিকতায় শিক্ষার বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে কয়েকটি ধাপের প্রতিযোগিতায় নির্বাচিত দেশ সেরা শিক্ষকদের সম্মান জানাতে আজ ২০ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
অনুষ্ঠানে আমন্ত্রিত দেশসেরা অধ্যক্ষ হিসেবে সংবর্ধিত হয়েছেন- মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম, এছাড়া সেরা শিক্ষক হিসেবে সংবর্ধিত হয়েছেন ঢাকার সাভার সরকারি কলেজের ড. এ. কে. এম সাইদ হাসান, বরিশালের উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের মোসাম্মৎ সেলিনা আক্তার, বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসার রিয়াজুল করিম রেজা এবং দিনাজপুরের পার্বতিপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পবন কুমার সরকার।
উল্লেখ্য, শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রতিবছর শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে দেশসেরা শিক্ষকদের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ৫ ও ৬ জুন, ২০২২ সালের সেরা শিক্ষকদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে মন্ত্রণালয়