আজ ২১শে আগস্ট দুপুর ১২ টায় জয়নগর উচ্চ বিদ্যালয় ও সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে বৃত্তি প্রদান ও পুরুস্কার বিতরণ করা হয়।বৃত্তি প্রদান করেন সকিনা কিতাব ফাউন্ডেশন সংস্থা। বিদ্যালয়ের অধ্যায়নরত ২০২০-২০২১ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর প্রা: বিদ্যালয়ের দাতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো: চাঁদ মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, উনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: হাবিল উদ্দিন, সঞ্চালনাও সার্বিক তত্তাবধানে ছিলেন জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মন্ডল, সহকারি শিক্ষক মো: হোসেন আলী, মো: শামছুল হক সূর্য, মো: ছানোয়ার হোসেন মোল্লা, মো: আব্দুর রাজ্জাক, মো: আজিজ মিয়া। আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।