দিপক সূত্রধরঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ৩১ আগস্ট বুধবার রাত ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
মানিকগের পৌর আওয়ামীলীগ এর নির্বাহী সদস্য মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে পৌর আওয়ামীলীগের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোমিন উদ্দিন, পৌর আওয়ামীলীগ এর সভাপতি মোনায়েম খান,সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম(জাহিদ),পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: আজাদুল ইসলাম আজম, জাগীর ইউপি সভাপতি মো: শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন, সাংগঠনিক শামীমুর রহমান কম্পন,সদর উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজল সহ আওয়ামী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।