স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট ঘড়ি ব্যবসায়ী মির্জা গোলাম কিবরিয়ার প্রথম মৃত্যবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমের জন্মভূমি ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে তাঁর পরিবার।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক হাবিব হাসান রিন্টু, মরহুমের জ্যেষ্ঠ ছেলে-মির্জা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা শামসুল আলম বাবু, দ্বিতীয় ছেলে-বিশিষ্ট ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান, তৃতীয় ছেলে-বিশিষ্ট ব্যবসায়ী মির্জা জামিল হাসান শিপলু, একমাত্র মেয়ে-ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিজ’র প্রশাসনিক কর্মকর্তা রেহানা পারভীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, জেলার জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী রাকিব হাসান, মানিকগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খান দোলন, মানিকগঞ্জ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: আকরাম হোসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুয়েল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মির্জা গোলাম কিবরিয়া গত বছরের ২৯শে আগষ্ট ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক কণ্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।