কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
সারাদেশের মতো গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হলেও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবল কাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না সামাজিক মর্যাদা ও কাঙ্খিত আর্থিক সুবিধা। ফলে বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যাণ সমিতি কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর না হলেও জনবল কাঠানো ও নিয়োগবিধি অনুমোদন হয়নি। এতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দাবিটি ন্যায্য। তাই অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন ও কাপাসিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কোহিনুর রহমানও একই কথা বলেন।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দেশের যেকোন দুর্যোগে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে দিনরাত পরিশ্রম করেন। বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তারা। কিন্ত এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আজও অবহেলিত ও বঞ্চিত। জনবল কাঠানো ও নিয়োগবিধি অনুমোদনসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।’