স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশিকুর রহমানের (৩৩) বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকায়। মঙ্গলবার রাত ৮টার দিকে আশিকুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরংগাইল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঢাকা- আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হন মোটরসাইকেল আরোহী আশিকুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।