স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল (শুক্রবার) বিকেলে রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা এলাকায় গড়পাড়া ইউনিয়নের অর্ধশতাধিক অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, অন্যান্যদের মধ্যে ছিলেন এসএমসি সভাপতি খবির উদ্দিন আহমেদ ইয়াকুব মিয়া,জেলা হাজী কল্যান সমিতি’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আহমেদ, অনাথবন্ধু শ্বশান ঘাট এর সভাপতি যোগেন কুমার দাস বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সালাম আহমেদ, সঞ্চালনা করেন জালাল উদ্দিন আহমেদ( দেলজু)
এসময় বলেন জনগণের টেক্স এর টাকায় ইউনিয়নে এম্বুলেন্স এর ব্যবস্থা করা হবে। অসচ্ছল মানুষকে সচ্ছল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ করেন অতিথিরা।