স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে আউশ ব্রিহাইব্রিড-৭ জাতের ধানের নমুনা কর্তন অনুষ্ঠিান হয়েছে। অধিক ফলনশীল ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আজ দুপুরে সাটুরিয়া উপজেলার ধুল্লায় এই ধান কর্তন অনুষ্ঠান ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচলাক মো: বেনজীর আলম, মহাপরিচালক ব্রি-গাজীপুর ও পরিচালক সরেজমিন উইং এর ড.মো: শহজাহান কবীর,উপ-পরিচালক আবু মো: এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
জেলায় এবার ১ হাজার বিঘা জমিতে ব্রিহাইব্রিড-৭ জাতের আউশ ধানের আবাদ করা হয়। নমুনা কর্তন অনুসারে বিঘাপ্রতি ২১ মন ধান উৎপাদিত হয়েছে। এই আবাদে কৃষকদের ৬ থেকে ৭ হাজার টাকা করে খরচ হয়। এসময় এই উপজেলার ২০ জন নিরাপদ সবজি উৎপাদনকারীকে ভ্যানগাড়ি উপহার দেয়া হয়।