হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, ক্রাইম অ্যান্ড অবস মো. ইমতিয়াজ মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম , ভাইস-চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, “কোন ঘটনা ঘটলে পুলিশকে জানাবেন। উদ্দেশ্যমূলকভাবে কোন গুজব ছড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে।”
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে হরিরামপুরে এবছর ৬৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।