মো: মহিদ:
শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্যানের মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্ম জগৎ বন্ধু মন্ডল, নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর তসলিম হৃদয় , মো. কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. আবু নাহিদ, মো. উজ্জ্বল হোসেন এবং মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা, পৌর কর্মচারী পরিশোধের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখসহ পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।