দিপক সূত্রধর:
মানিকগঞ্জে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কর্ণেল মালেক মেডিকেল কলেজে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগ আয়োজনে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: সিদ্দিকুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা: আরশাদ উল্লাহ, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিকুর রহমান, কনসালটেন্ট ডা: মানবেন্দ্র সরকার(মানব, সহকারী অধ্যাপক ডা: মোঃ আশরাফ হোসেন, ডা: রশিদ আহমেদ,ডা: রুমি আলম,ডা: আলম হোসেন, ডা: সারোয়ার হোসেন,ডা:সাজ্জাদ্দুর রহমান, ডা:নাসিমুল গনি ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান,মেডিক্যাল অফিসার, ইন্টার্নিং ডাক্তার সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ।
এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য হল “হৃদয় দিয়ে সবার হৃদযন্ত্রের যত্ন নিন”। র্বিশেষজ্ঞরা বলছেন, দেশে বিভিন্ন রোগে, আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে ১৭ শতাংশই হৃদরোগের সঙ্গে সম্পর্ক রয়েছে। বাংলাদেশে প্রতি পাঁচজন তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছে। বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের মাত্রা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী।