অভি হাসান:
মানিকগঞ্জের পশ্চিম সেওতা আদর্শ সমাজের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ১৪ অক্টোবর রাতে শহরের পশ্চিম সেওতা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আদর্শ সমাজের সভাপতি এ্যাড: মো: রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদ রায়হান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দুলাল মিয়া, সহ সভাপতি এম এ রহিম খান, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক আতোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম ইব্রাহীম হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা চুন্নু, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার, নির্বাহী সদস্য আব্দুর রহিম, হযরত আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে সদস্য পরিবারের মধ্যে থেকে দুইজন শিক্ষার্থীকে এই গাইড বই বিতরণ করা হয়।