এস এম আকরাম হোসেনঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মামলা,হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিক নির্দেশনায় মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা।
আজ সকালে আদালত প্রাঙনে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপত্বিতে ও জেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়ছার,রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ,সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরশাদ উল ইসলাম জ্যাকি সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা।
সভায় বক্তরা বলেন, ধরপাকড়, মিথ্যা মামলা গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে এবং বাংলাদেশ গনতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে জাতীয়তাবাদি দলের কোন নেতাকর্মীদের দমানো যাবে না।ভোটার বিহীন ফ্যাসিবাদি সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে নিয়েছে। এই ভোটার বিহীন সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।র্নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধাক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদি দলের নেতা-কর্মীরা আন্দোলন চালিয়ে যাবে।বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান করে গৃহবন্দী করে রাখায় তার মুক্তি ও তারেক রহমান সহ দলের সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।