সেলিম মিয়া:
আসন্ন বোরো মৌসুমে বীজ বিতরণ বিষয়ে মানিকগঞ্জ ডিলারগণদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে ঢাকা অঞ্চলের বিএডিসির উপ-পরিচালক মোঃ মুকসুদ আলম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগের বীজ বিপণন ও বিএডিসির সেচ ভবনের যুগ্ম পরিচালক মুসতাক আহমেদ এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের বিএডিসির (সার) যুগ্ম পরিচালক মেজবা উদ্দিন আহামেদ, জেলার বীজ ডিলারদের সভাপতি শুকুর আলী শিকদার। বক্তব্যে তার বলেন, দেশের এই দুর্যোগ সময়ে আমাদের কৃষক ভাইয়েরা দেশের হাল ধরেছে। তারা দিন রাত জমিতে পরিশ্রম করে ফসল ফলাছে। তার জন্য আমরা কিছুটা স্বস্তিতে আছি। সে জন্য কৃষকের কাছে সঠিক জাতের ভালো বজী পৌছিয়ে দেওয়ার জন্য এবংকি সরকারের বিভিন্ন সময়ে কৃষকদের যে সুযোগ সুবিদা দিয়ে থাকে সে বিষয়ে অবগতি করার জন্য বলেন ডিলারদের।