1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জে বাঁধন এর রজতজয়ন্তী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

“৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন” এই স্লোগানে মানিকগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের  রজত ২৫ জয়ন্তী উপলক্ষ্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, কেক কাটা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ অক্টোবর সকালে সরকারি দেবেন্দ্র কলেজে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু-বক্কর সিদ্দিক মোল্লা, দেবেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরেন্দ্র কুমার রায়, সহকারি অধ্যাপক (বাংলা বিভাগ) বাঁধন উপদেষ্টা মোঃ জাফর ইকবাল, বাঁধন সেন্ট্রাল এ্যাডভাইজার মোঃ সাজিদ, দেবেন্দ্র কলেজ বাঁধন উপদেষ্টা সঞ্জয় কিশোর হালদার সহ অন্যান্য বিভাগের শিক্ষক ও সরকারি দেবেন্দ্র কলেজের বাঁধন কর্মীবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের  রজত ২৫ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশের মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ অক্টোবর রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও ২৪ অক্টোবর কেক কাটা সহ আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

১৯৯৭ সাল থেকে মানুষের কল্যাণে নিয়মিত রক্তদান,সেবা ও সচেতনতামূলক কর্মসূচী এবং প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচী পালন করে আসচ্ছে বাঁধন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury