স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো: আফসার মিয়ার বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার সকালে এলাকাবাসীর আয়োজনে কেল্লাই বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আফসার মিয়া, ঘিওর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি দুলাল বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মৃধা, মো: তপন মিয়া, মো: আব্দুল আলীম মাতাব্বর সহ অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তরা দুই দুইবারের নালী ইউপি সদস্য মো: আফসার মিয়ার বিরুদ্ধে নালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কায়কোবাদ ভুল তথ্য পরিবেশন করে মানহানিকর সংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ জানান। এছাড়া প্রকৃত মাদক বিক্রেতা ও সেবনকারীদের খুজে বের করে গ্রেফতার করে শাস্তির দাবী জানান।