1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

এসএসসি-৯৫ ব্যাচ বন্ধু সংগঠন ঢাকা জোনের উদ্যোগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৮৪ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন ঃ
মেতে উঠি আনন্দে ফিরে যাই শৈশবে। এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এসএসসি-৯৫ ব্যাচ বন্ধু সংগঠন ঢাকা জোনের উদ্যোগে গত ২৯ শে অক্টোবর ঢাকার মিরপুর বাফে রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয় এক মিলন মেলা ।

এসএসসি ৯৫ ব্যাচ (ঢাকা জোন) এর উপদেষ্টা পরিষদ ঃ ১. মোহাম্মদ আলী শিবলী ২. শাহিনুর রহমান পিন্টু ৩. নাজনীন আক্তার ৪. শামছুল ইসলাম সুমন।

এ্যাডমিন প্যানেলঃ ১. জহিরুল ইসলাম লিখন, ২. রিপন মাহমুদ
৩. মোহাম্মদ নাসির উদ্দিন,৪. মোঃ সুমন আলী, ৫. মোঃ মিরাজ হেসেন।

মডারেটর প্যানেনঃ ১. মোঃ আওলাদ হোসেন, ২. মাসুদ রানা

৩. মোজাহিদ মাসুম, ৪. বর্ষা চৌধুরী। এছাড়া সারা বাংলাদেশের ঢাকা জোনের গ্রুপ এক্সপার্ট ও সদস্য উপস্থিত ছিলেন।

স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে অপরের দেখা হয়, ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন এসএসসি-৯৫ ব্যাচের ঢাকার কয়েকজন বন্ধুর যৌথ উদৌগে শুধু ৯৫ ব্যাচের সারা

বাংলাদেশের ছাত্র ছাত্রীদের নিয়ে গঠন করেন এই বন্ধু সংগঠন। এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন, এই দীর্ঘ ২৭ বছরে এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। ১৯৯৫ ব্যাচের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুই শতাধিক বন্ধু বর্গ অংশগ্রহন করেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং বিদেশে অবস্থান করা সব বন্ধুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে খুঁজে বের করে যোগাযোগ রাখা সেই সাথে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এদিন বন্ধুদের মিলনমেলা সন্ধা ৬ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা অবধি চলে। অনুষ্ঠানটিতে বিগত দিনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সহ গান, নাচ, মতবিনিময় এবং শেষে নৈশভোজের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury