মানিকগঞ্জের পৌরসভার ১নং ওয়ার্ডের সেওতা এলাকায় জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধার পর পশ্চিম সেওতা এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
১নং ওয়ার্ডের সভাপতি মো: আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার সভাপতি মো: সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড, মো: হাসান সাঈদ, সহ-সভাপতি বেল্লাল হোসেন খান, সহ-সভাপতি মো: নোয়াবআলী, সহ-সভাপতি ইয়াহ্ হিয়া চৌধুরী ইনু, সদর উপজেলার সভাপতি মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইনুর রহমান।
সম্মেলনে মো: মুকুল হোসেন সোহাগ সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে ৭৩ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।