স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে সিংগাইর থানার ওসি সফিকুলইসলাম মোল্যা। সিংগাইর থানারঅফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি দিক নির্দেশনা মোতাবেক থানা এলাকার সকল ধরণেরঅপরাধ নির্মূলে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করিয়া আসিতেছে। অফিসার ইনচার্জ থানাকে দালাল, টাউট, বাটপার, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে এবং থানায় আগত সকল সেবাপ্রার্থীকে উত্তম সেবাপ্রদানের জন্য বদ্ধপরিকর।
সিংগাইর থানার আলোচিত হত্যা মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদকউদ্ধার, মামলা নিষ্পত্তি ও সিংগাইর থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ সিংগাইর উপজেলা জনসাধারণের জানমাল রক্ষায়। থানায় সেবানিতে কোনরকম ভোগান্তি হতে হয়নি। এ ছাড়াও থানাকে দালাল মুক্ত রাখা ও দাগী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবংমাদক মুক্ত রাখায় জিরোটলারেন্স ঘোষণা ও বাস্তবায়ন করায়। চুরি ডাকাতি ছিনতাই রোধে থানা পুলিশসহ ওসি সফিকুল ইসলাম মোল্যার সার্বিক ভাবে তদারকি করা। ওসি নিজে রাতে বিভিন্ন ইউনিয়নে ঘুরে দায়িত্ব পালন ও সকলপুলিশ সদস্যদের কাজ করার জন্য আনন্দ বিনোদন দেয়া। গত অক্টোবর মাসে থানার অন্যান্য উল্লেখযোগ্য সার্বিক সফলতার জন্য মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় সফিকুল ইসলাম মোল্যার হাতে ক্রেস্ট তুলে দেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলামআজাদ খান।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশসুপার (সদর) ও জেলার সকল সার্কেল অফিসার ও সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।