এস এম আকরাম হোসেন :
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটির রাজনৈতিক কার্যালয়ে প্রস্তুতি সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডঃ আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আবিদ হাসান রিন্টু,জাতীয় নির্বাহী কমিটির সদস্য রোখসানা খানম মিতু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, দপ্তর সম্পাদক এ্যাডঃ আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জিএম রাফি অপু, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব,সাধারণ সম্পাদক কামরুন্নাহার মুন্নি, জেলা জাসাসের সভাপতি মোশারফ হোসেন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডঃ মোঃ আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিন্নাহ খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক সুভাষ রাজবংশী, জেলা ওলামা দলের সভাপতি আশিকুর রহমান রাজু, জেলা তাতী দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক নূরশাদ-উল ইসলাম জ্যাকী,সাবেক সিনিয়র সহ সভাপতি শিপু হায়দার,সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেক শুভ,জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা শ্রমিক দলের অন্যতম নেতা আবুল কাশেম সহ ৮৫ জন নেতাকর্মী বক্তব্য রাখেন। এসময় জেলা,উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,মহিলা দল, তাতীদল, ওলামাদল, ছাত্রদল ও শ্রমিকদল সহ প্রায় দেড় হাজার নেতাকর্মীরা উপস্থিত ছলেন।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে ২০ হাজারের অধিক নেতাকর্মীরা যেকোন মূল্যে ঢাকায় যাবে। শান্তিপূর্ন সামাবেশে যেতে কেউ বাধা দিলে প্রতিহত করবে। ১৯৭১ সালের এই ডিসেম্বর মাসে শহীদ প্রিসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই জালেম সরকারকে হটিয়ে গণতন্ত্র পুর্নউদ্ধার করা হবে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, বিগত সময়ে যে সরকার পতন হয়েছে গণঅভুদ্বয়ের মাধ্যমে সরকার পতন হয়েছে। সমাবেশে যে নির্দেশনা আসবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা পালন করবো।