স্টাফ রিপোর্টার:
আজ (১৩ ডিসেম্বর) মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা হানাদার মুক্ত হয়েছিল।১৯৭১ সালের ১৩ ডিমসম্বর পাকহানাদার বাহিনী মানিকগঞ্জ ছেড়ে ঢাকার অভিমুখ পালিয়ে যায়। মানিকগঞ্জ মুক্ত হলে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের লোকজন সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে জরো হন। উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা। সেই থেকে ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে প্রতি বছর এই দিন থেকে মানিকগঞ্জে পালিত হয় বিজয় মেলা।
১৯৭১ সালের ২৫ মার্চ ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ গঠন করা হয়।২৫শে মার্চের রাতেই মানিকগঞ্জর চ্রেজারীতে রক্ষিত অস্ত্র ও গোলাবারুদ লুট করে ছাত্র ও যুবকদের মাঝে বিতরণ করা হয়। অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তারা পাকবানহিনীর সাথে যুদ্ধে ঝাপিয়ে পড়েন।যতগুলি যুদ্ধ সংগঠিত হয় তার মধ্যে গোলাইডাঙ্গা যুদ্ধ অন্যতম। সে যুদ্ধে ৮১ জন পাকসৈন্য নিহত হয়।