স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোঃ রৌশন জাহান সেন্টু(৫১) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পাহারপুর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার সময় এই দূর্ঘটনাটি ঘটেছে এমন তথ্য নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানা পুলিশ। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান বলেন, সকাল সোয়া ১০ টার দিকে সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।