স্টাফ রিপোর্টার:
সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, ৩ বছর মেয়াদী ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মো. জাকির হোসেন সভাপতি, মো. রুবেল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিকালে সম্মেলন শেষে এই নেতৃত্বের নাম ঘোষণা করেন, মানিকগঞ্জ -২ আসনের এমপি মমতাজ বেগম।
জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন যুবলীগ সভাপতি মঞ্জরুল করিম এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি তমিজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ- আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রমিজ উদ্দিন। মো. সানোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান, আব্দরি রাজ্জাক মোল্লা, আহবায়ক-মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ, মাহাবুবুর রহমান জনি, যুগ্ম আহবায়ক- মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ, সায়েদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক- সিংগাইউর উপজেলা আওয়ামীলীগ, আবু নাঈম মো. বাশার, মেয়র- সিংগাইর পৌরসভা। আরা উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মো. শঅহাদৎ হোসেন, বাবু মনোরঞ্জন ঘোষ, সভাপতি, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগ, শেখ মহিদুর রহমান, সাধারন সম্পাদক, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগ, শেখ আমজাদ হোসেন, সদস্য- আহবায়ক কমিটি, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ, কহিনুর ইসলাম সানি, সদস্য- আহবায়ক কমিটি, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ ও দলের নেতা কর্মি সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।