স্টাফ রিপোর্টার:
এল,এল,বি ফাইনাল পরীক্ষা কেন্দ্র ঢাকার পরিবর্তে মানিকগঞ্জে পুর্নবহালের দাবীতে মানববন্ধন করেছে এল. এল.বি ফাইনালের শিক্ষার্থীরা।
আজ ১৮ ডিসেম্বর সকালে মানিকগঞ্জ খোন্দকার নূরুল হোসেন “ল” একাডেমীর শিক্ষার্থীরা মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অর্ধশতাধিক এল. এল. বি শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন ফ্রান্সিস গমেজ, লাবণ্য, উজ্জ্বল, সাকিবুল হাসান,মোঃ জাকির হাসান,রনি প্রমুখ।
মানবন্ধনে শিক্ষার্থীরা জানায়, ঢাকায় গিয়ে পরিক্ষাদেয়া তাদের পক্ষে সম্ভব নয়। ঢাকায় শিক্ষার্থীদের যাতাযাতে সমস্যা সহ নানা সমস্যা রয়েছে। তাই শিক্ষার্থীদের জোর দাবী পূর্বের ন্যায় এবারেও মানিকগঞ্জে পরীক্ষা নেওয়ার দাবী জানায়।