দীপক সূত্রধর
খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন আজ।এই উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৫ ডিসেম্বর)সকালে পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় প্রশংসা সংগীত,কেক কাটা,খ্রিস্টান ধর্মীয় বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মানিকগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ফলাদি উপহার দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী।
মানিকগঞ্জ এজি.চার্চের পাষ্টর ও ঈসায়ী ফেলোশিপ ইন্ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান রেভা. এ্যাডওয়ার্ড এস.জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাখাওয়াত হোসেন খান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী কালীপদ ঘোষ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ওসি আব্দুর রউফ সরকার, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন দিশারীর সভাপতি মোঃ হাসান সিকদার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান হাছিবুল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।