স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন এশিয়ান টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আমার নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর ) ‘এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সভা উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ২০২২ এশিয়ান টিভি নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন , এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি এবং এশিয়ান টিভির ডিএমডি অপারেশন সাজ্জাদ রশীদ পারভেজ, জিএম রেজাউল করিম , এইচআর এডমিন আব্দুল কাদের , ব্রডকাষ্ট আনোয়ারুল কবীর ,ডেক্স ইনচার্জ শুভ , এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোস।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অভি হাসানের হাতে পুরষ্কার তুলে দেন এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোস।
এ বিষয়ে ২৯ ডিসেম্বর সাংবাদিক অভি হাসান বলেন, ‘প্রতিটি সম্মাননাই আনন্দের। অ্যাওয়ার্ড পাওয়াটা একটু বেশি আনন্দের বলে মনে করি। যারা আমাকে এই সম্মাননা প্রদানে নির্বাচিত করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’।ভবিষ্যতে সাংবাদিকতায় আরোও ভালো কিছু করতে পারি তার জন্য সকলের দোয়া কামনা করি।