মোঃ মহিদঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট দ্রুত ছড়ালেও এতে মৃত্যুর হার অনেকটাই কম থাকায় এটি নিয়ে আমরা দু:চিন্তায় নেই। আমরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আজ সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চায়না থেকে আসা ৮ ব্যক্তি ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তারা কি ভেরিয়েন্টে আক্রান্ত সেটা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। আক্রান্তদের সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেসনে রাখা হবে।
এসময় মন্ত্রী আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে থাকলেও এটি এখনো পুরোপুরি চলে যায়নি। তাই সভা সমাবেশসহ জনবহুল স্থানে মাস্ক পরিধান করতে হবে।
এ সময় আরো উপিস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।