স্টাফ রিপোর্টার:
নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.)।
বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। বই উৎসবে সবচেয়ে বেশি প্রাধান্য পায় শিশু শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ। নতুন বছরের প্রথম দিনে প্রতিষ্ঠান থেকে নতুন বইয়ের পাশাপাশি বেলুন ও বিভিন্ন ধরনের চকলেট পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অধ্যক্ষ স্যারের নিকট হতে সানন্দে বই সংগ্রহ করে।