স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মা মমতা ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে শহরের বাসস্ট্যান্ডে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ সাজিদ হাসান রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নারী সংরক্ষিত সদস্য রিপন আক্তার ফজলু, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মাসুম, কেন্দ্রীয় তাতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ,পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, সাবেক দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, এম এম এ্যানিমেল হেলথ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিরুল ইসলাম, নিউজ টিভি বাংলার ব্যবস্থাপনা পরিচালক দিদারুল, জেলা কৃষক লীগের সদস্য সচিব প্রভাষক বুলবুল আহমেদ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল কাদের, সাংবাদিক খন্দকার আশরাফ-উন- নবী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।