স্টাফ রিপোর্টার:
অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মাফ চেয়ে জনতার কাতারে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সিলেটে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার ফ্যাসিবাদের যত উপকরণ আছে সব জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় ১০ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে।‘
এসময় তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ও বিএনপির ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
গণঅবস্থানে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ এখন সব চোরের নিরাপদ আশ্রয়স্থল।’
এর আগে সকাল সাড়ে ১১টায় বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে সিলেটে শুরু হয় বিএনপির গণঅবস্থান কর্মসূচি। নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এ কর্মসূচি পালিত হয় বিকেল ৩টা পর্যন্ত। বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।